চেনা ভারতের অজানা এগারো

১. বিশ্বে সবচেয়ে দূষিত নয়াদিল্লির বাতাস।
২. ভারতের ২৫ ধনী ব্যক্তির মোট ধন-সম্পত্তি ১৭৪.৮ বিলিয়ন ডলার, যা ইউক্রেনের জিডিপির চেয়েও বেশি।
৩. প্রায় ২৫ শতাংশ জমি মরুভূমিতে পরিণত হচ্ছে, যা ইউনাইটেড কিংডমের আয়তনের তিন গুণ।
৪. ভারতের সবচেয়ে বিলাসবহুল ভবন তৈরিতে খরচ হয়েছিল ১ বিলিয়ন ডলার। এটি সোমালিয়ার জিডিপির সমান।
৫. স্বর্ণমন্দিরের লঙ্গরে প্রতিদিন বিনামূল্যে ১ লাখ লোক খেতে পারেন।
৬. গুজরাট এবং মধ্য প্রদেশের সিদ্ধি সম্প্রদায় আফ্রিকার আদি বাসিন্দা।
৭. সাবেক রাষ্ট্রপতি ড. এপিজে আবদুল কালামের সম্মানে ২৬ মে ২০০৫-কে বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে সুইজারল্যান্ড।
৮. লাইফলাইন এক্সপ্রেস বিশ্বের প্রথম হাসপাতাল-ট্রেন। ১৯৯১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। দুর্গম-দূরবর্তী অঞ্চলে যাত্রা করে এটি চিকিৎসা পরিষেবা প্রদান করছে।
৯. বারানসি এশিয়ার সবচেয়ে প্রাচীন শহর।
১০. একই সময়ে ভারতে ২ ধরনের মুদ্রা ছিল। একটি ভারতীয় জাতীয় রুপি এবং অন্যটি হায়দ্রাবাদী রুপি।
১১. তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রতিদিন সাড়ে চার লাখ ডলার অনুদান সংগৃহীত হয়।
বার্ষিক তিন কেজির চেয়েও বেশি সোনা দেয়া হয় এই মন্দিরে। দ্য হিন্দুস্থান টাইমস।

No comments

Powered by Blogger.