‘চ্যানেল সিক্সটিন’ বন্ধের নির্দেশ

পরীক্ষামূলক সম্প্রচারে থাকা বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল সিক্সটিন’ এর সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ডাউনলিংকের মাধ্যমে বিদেশ থেকে পরীক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের মেয়াদ পেরিয়ে যাওয়ায় আজ মঙ্গলবার এ নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেডের ‘চ্যানেল সিক্সটিন’ এর পরীক্ষামূলক সম্প্রচারের অনুমতির মেয়াদ ২০১৩ সালের ৩০শে নভেম্বর শেষ হয়েছে। এরপরে এর মেয়াদ আর বাড়ানো হয়নি। এ অবস্থায় ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেড বা অন্য কারও পরিচালনায় ‘চ্যানেল সিক্সটিন’ এর নামে কোন টেলিভিশন চ্যানেল কেবল অপারেটর, অনলাইন বা অন্য কোন মাধ্যমে যাতে সম্প্রচার করা না হয় সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হল। ওই নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.