গাছে ধরবে বিদ্যুৎ

এখন থেকে গাছেও ধরবে বিদ্যুৎ। ফ্রান্সের বিজ্ঞানীরা সম্প্রতি এমনি এক কৃত্রিম গাছ তৈরি করেছেন। চার্জিং স্টেশন, বাড়ি, রাস্তার এলইডি বাতির বিদ্যুৎ জোগান দিতে এ গাছ ব্যবহার করা যাবে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন উইন্ড ট্রি (বাতাস গাছ)।
এ প্রটোটাইপ গাছের প্লাস্টিকের পাতার মধ্যে টারবাইন বসানো থাকে। এ টারবাইন বাতাসে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এ বাতাস গাছ ২০১৫ সাল নাগাদ বিক্রি শুরু হবে। গাছটির নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা জেরোম মিশাদ জানিয়েছেন, পার্কে ঘোরার সময় এ গাছ তৈরির পরিকল্পনা মাথায় আসে। পার্কে সামান্য বাতাসেও যে গাছের পাতা নড়ে। এ গাছ প্রচলিত উইন্ড টারবাইনের চেয়েও ভালো কাজ করতে পারে। জেরোম আরও বলেন, তিন বছর ধরে গবেষণার পর তার প্রতিষ্ঠানের প্রকৌশলীরা মিলে ২৬ ফুট উঁচু প্রটোটাইপটি তৈরি করেছেন। এটি এখন ফ্রান্সের প্লেমুর-বডু এলাকায় বসানো হয়েছে। গবেষকরা বলছেন, এ গাছ তৈরিতে ২৩ হাজার ৫০০ পাউন্ড খরচ হবে। সাড়ে চার মাইল গতিতে বাতাস হলেই এ গাছ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এএফপি।

No comments

Powered by Blogger.