এয়ার এশিয়ার সম্ভাব্য ধ্বংসাবশেষ ও ৪০ মৃতদেহ উদ্ধার

নিখোঁজ এয়ার এশিয়া ফ্লাইট অনুসন্ধান অভিযানে কমপক্ষে ৪০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। এছাড়া জাভা সমুদ্রে ভাসমান অবস্থায় বিমানের সম্ভাব্য ধংসাবশেষ শনাক্ত করা গেছে। তবে ওই ধ্বংসাবশেষ প্রকৃতপক্ষে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির কিনা তা এখনও নিশ্চিত করা যায় নি। এয়ার এশিয়ার ফ্লাইট কিইজেড ৮৫০১ রবিবার ১৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জুয়ান্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। এ খবর আসার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার তৎপরতা। উদ্ধার অভিযানের তৃতীয় দিনে উদ্ধারকর্মীরা কমপক্ষে ৪০ টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হলেন।

No comments

Powered by Blogger.