গ্রিস উপকূলে যাত্রীবাহী ফেরিতে আগুন

গ্রিস উপকূলের অদূরে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফেরিটিতে ৪৬৬ জন যাত্রী ও নাবিক রয়েছেন। রোববার স্থানীয় সময় ভোর ৬টার কিছু আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফেরির সব যাত্রী ও ক্রুকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ফেরির ক্যাপ্টেন। যাত্রীদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে তীব্র বাতাসের কারণে উদ্ধার কাজ সহজ হচ্ছে না বলে জানা গেছে। ফেরিটি পশ্চিম গ্রিসের পাত্রাস থেকে পূর্ব ইতালির অ্যানকোনা শহরে যাচ্ছিল। আগুন লাগার পর গ্রিসের টেলিভিশন স্টেশনে ফোন করে যাত্রীরা ফেরি পরিস্থিতি সম্পর্কে নাটকীয় বর্ণনা দেন। সবাইকে বাঁচাতে চেষ্টা চলছে তবে ছোট নৌকাগুলো আমাদের সবার জায়গা হবে না। তাছাড়া সমন্বহীনতাও রয়েছে বলেছেন এক যাত্রী। কেউ কেউ টেলিফোনে আকুতি জানাচ্ছে, প্লিজ আমাদের বাঁচাও, আমাদের ছেড়ে যেও না। আগুনে কোনো যাত্রী আহত হয়েছেন কিনা বা কোনো যাত্রী পানিতে ঝাঁপ দিয়েছেন কিনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
প্রবল শীতের কারণে উদ্ধার কাজের বিলম্বে পানিতে কেউ থাকলে তার মৃত্যু হতে পারে বলে আশংকা করা হচ্ছে। নরম্যান আটলান্টিক নামের ফেরিটিতে ২২২টি গাড়ি, ৪১১ জন যাত্রী ও ৫৫ জন ক্রু ছিলেন। ফেরিটি নিচের ডেকে লাগা আগুনের বিপদ বার্তা পাঠানোর সময় এটি গ্রিসের কর্ফু দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দূরে ছিল।

No comments

Powered by Blogger.