দাউদ ইব্রাহিমকে হস্তান্তর করুন -পাকিস্তানকে ভারত

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে হস্তান্তর করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। কুখ্যাত মুম্বই সিরিজ বোমা হামলার প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রাজ্জু বলেন, দাউদ পাকিস্তানের করাচিতে বাস করছে, ভারতের এমন পরিষ্কার অবস্থান দীর্ঘদিনের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। কিরেন রাজ্জু বলেন, আমরা বহুদিন ধরে দাউদ ইব্রাহিমকে আমাদের কাছে হস্তান্তর করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছি। পাকিস্তানের কাছে বহু প্রমাণও দেয়া হয়েছে। পাকিস্তানের উচিত এখন তাকে আমাদের কাছে হস্তান্তর করা। পাকিস্তানের উচিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারতকে সহযোগিতা করা। অপরদিকে লক্ষ্নৌতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দাউদ ইব্রাহিম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। তাকে আমাদের কাছে হস্তান্তর করতে আমরা বহুবার পাকিস্তানের কাছে আহ্বান করে এসেছি। কখন ভারত তাকে ধরতে পারবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপেক্ষা করুন ও দেখুন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দাউদ মুক্তভাবে তার বিশাল ব্যবসা পরিচালনা করছে এবং সেসব ব্যবসা থেকে আয় হওয়া কোটি কোটি টাকা বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযানে খরচ করা হচ্ছে। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এ মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্ণধার। ওয়েব পোর্টাল নিউজমোবাইল পশ্চিমা কূটনীতিক সূত্র থেকে পাওয়া একটি টেপ প্রকাশ করে, যা থেকে বোঝা যায়, করাচিতেই আছেন দাউদ। সেখানে থেকে নিজের রিয়েল স্টেট ব্যবসা পরিচালনা করছেন তিনি।

No comments

Powered by Blogger.