শিবিরের সভাপতি জব্বার, সেক্রেটারী আতিকুর

২০১৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদুল জব্বার এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মো. আতিকুর রহমান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রশিবির। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০ টায় রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতির নির্বাচন উপলক্ষে আয়োজিত পরিষদের অধিবেশনে নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ। এরপর সাংগঠনিক নিয়ম মেনে তিনি নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গত ২৭শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে সারাদেশে এক যোগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার এর আগে চট্টগ্রাম মহানগরী দক্ষিন ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাহিত্য সম্পাদক, অফিস সম্পাদক, ২০১২-১৩ সেশনে সেক্রেটারী জেনারেল ও ২০১৪ সেশনে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। নব মনোনীত সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এর আগে ঢাকা মহানগরী উত্তর সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, সাহিত্য সম্পাদক, অফিস সম্পাদক এবং ২০১৪ সেশনে সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণত প্রতি বছর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা এবং শপথ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণের ফলে গত চার বছরের মতো এবার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ফলে সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন কার্যকরী পরিষদের অধিবেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়।

No comments

Powered by Blogger.