মুসলিম হতে চেয়েছিলেন চার্চিল

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাজ্যের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাহিত্যে নোবেলজয়ী উইনস্টন চার্চিল খ্রিস্টানত্ব ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন বলে এক গবেষণায় ওঠে এসেছে। চার্চিলের লেখা ১৯০৭ সালের একটি চিঠির সূত্র ধরে এমনটা মনে করছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ওই চিঠিটি লিখেছিলেন চার্চিলের ভাইয়ের স্ত্রী গোয়েনডোলিন বারটি। তাতে তিনি ইসলামের প্রশংসায় পঞ্চমুখ হওয়া থেকে বিরত থাকতে চার্চিলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। গবেষক ওয়ারেন ডকটার তার উইনস্টন চার্চিল অ্যান্ড দ্য ইসলামিক ওয়ার্ল্ড বইতে বিষয়টি তুলে ধরেছেন।
অল্প কয়েকদিনের মধ্যেই বইটি বাজারে আসছে। সানডে টেলিগ্রাফে বারটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি চার্চিলকে জোর দিয়ে বলছেন, প্লিজ, ইসলামে ধর্মান্তরিত হবেন না; আমি আপনার প্রাচ্যপ্রীতি এবং পাশা-সদৃশ মুগ্ধতা লক্ষ্য করছি।

No comments

Powered by Blogger.