ইয়ার ইন রিভিউ -ক্ষমা চাইল ফেসবুক

ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ইয়ার ইন রিভিউ’ নিয়ে তাদের অভিজ্ঞতা তিক্ত। ফেসবুকের কিছু ব্যবহারকারী এ অ্যাপটির অপব্যবহার করছেন। বিতর্কিত বিষয় তাতে জুড়ে দিচ্ছেন। এতে বিরক্ত ফেসবুক। সামাজিক এ ওয়েবসাইটটি সব ব্যবহারকারীর ভিডিওর একটি সংকলন তৈরি করেছে ইয়ার ইন রিভিউর মাধ্যমে। এর ফলে ব্যবহারকারীকে তার গত এক বছরের উল্লেখযোগ্য মুহূর্তগুলোকে এক ফ্রেমে বন্দি করার ব্যবস্থা করে দিয়েছে। কোন কোন ক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের বিয়ে বা ভ্রমণ বিষয়ক তথ্য এতে অন্তর্ভুক্ত করে দিয়েছে। অন্যেরা প্রিয়জনের মৃত্যুর বিষয়টিকে জোরালোভাবে ফুটিয়ে তুলছে। কিন্তু লেখক ও ওয়েব ডিজাইন কনসালট্যান্ট এরিক মেয়ার তার মেয়ের একটি ছবি দেখতে পান ‘ইয়ার ইন রিভিউ’-এ। তার ওই মেয়েটি এ বছরের শুরুর দিকে ব্রেন ক্যানসারে মারা গেছে। এতে কড়া একটি প্রতিক্রিয়া লিখেছেন তিনি। এর জবাবে ফেসবুকে ইয়ার ইন রিভিউ অ্যাপটির প্রডাকশন ম্যানেজার জোনাথন ঘেলার তার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, এই অ্যাপটি অসংখ্য মানুষের পছন্দের হলেও এক্ষেত্রে এরিক মেয়ার আনন্দ পাওয়ার পরিবর্তে যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

No comments

Powered by Blogger.