হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ- ইটের আঘাতে প্রাণ গেল শিক্ষিকার

মিছিলে পুলিশের গুলি, গ্রেপ্তার, বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে সর্বাত্মকভাবে পালিত হয়েছে ২০ দলের ডাকা গতকালের হরতাল। তীব্র শীত, সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও পুলিশের গ্রেপ্তারকে উপেক্ষা করে হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় ঝটিকা মিছিল করেছে বিএনপিসহ জোটের শরিকদলগুলো। রাজধানীর পল্লবী, উত্তরাসহ দেশের বিভিন্ন জেলায় হরতাল সমর্থকদের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। পল্লবীতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ গুলি চালালে স্বেচ্ছাসেবক দল নেতা স্বপন গুলিবিদ্ধ হন। গাজীপুরে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদ ও গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে ডাকা এ হরতালকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পর থেকেই সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে গতকাল বিকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে যুবদল কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ ৪৪২ জন নেতাকর্মীকে। নোয়াখালীতে হরতাল সমর্থকদের ছোড়া ইটের আঘাতে মৃত্যুবরণ করেছেন একজন স্কুল শিক্ষিকা। মহানগর বিএনপি’র আহ্বায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সিলেটে আধা বেলা ডেকেছে মহানগর ২০দলীয় জোট। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোয় পুলিশ, আর্মড পুলিশের সতর্ক অবস্থানের পাশাপাশি টহল দিয়েছে র?্যাব। আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি ও গলিমুখে সরকার দলীয় কর্মীদের অবস্থানের কারণে রাজধানীতে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সুযোগ পাননি বিরোধী নেতাকর্মীরা। তবে রাজধানীর অন্তত ৩০টি পয়েন্টে ঝটিকা মিছিল করেছে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। রাজপথে হরতাল সমর্থকদের মিছিলে হামলা ও গ্রেপ্তার চালানো হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। তারপরও যানবাহন চলাচল ছিল কম। ঢাকা শহর পরিণত হয়েছিল রিকশার নগরীতে। তবে এজেন্ট দিয়ে হামলা চালিয়ে ও নৈরাজ্য সৃষ্টি করে সরকার বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারে চালাচ্ছে। হরতালকে কেন্দ্র করে সরকার সারা দেশে গ্রেপ্তার ও ব্যাপক দমননীতি চালিয়েছে। অন্যদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচনের আগে আমরা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন তারা আমাদের কিছুই করতে পারবে না। তারা যে তাণ্ডব চালিয়েছে, বাংলার জনগণ তা দেখেছে। তাদের সহিংসতার পরিমাণ বেশি, তার মানে এই নয় যে, আমরা দুর্বল। এদিকে হরতালকে কেন্দ্র করে আগের দিন সংঘটিত নৈরাজ্যের ঘটনায় হবিগঞ্জে বিএনপি’র ২৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি ও যশোরে ৯০০ জনের নামে ছয়টি এবং নোয়াখালীর সেনবাগে ৩১ জনের নামে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ভোর থেকে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। মোতায়েন রাখা হয় পুলিশের প্রিজন ভ্যান, রায়ট কার ও এপিসি। সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের গেটে ছিল তালা। কিন্তু হরতাল কর্মসূচি ঘোষণার কারণে দু’দিন আগে থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ভোরে নয়াপল্টন যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়মুখী হতে পারেননি। বিএনপি কার্যালয়ে যাওয়ার পথে সকাল থেকে নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ। দুপুর পর্যন্ত নয়াপল্টন থেকে আটক করা হয় ১১ জনকে। ফলে অন্যান্য হরতালের মতো নয়াপল্টন এলাকায় কোন পিকেটিং হয়নি। ২০ দলীয় জোটের গণতান্ত্রিক কর্মসূচিগুলোতে সরকার এজেন্ট দিয়ে স্যাবোটাজ করে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতালের সার্বিক চিত্র তুলে ধরতে গতকাল বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করে তিনি বলেন, সরকার এজেন্টদের দিয়ে নানাভাবে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিগুলোকে স্যাবোটাজের মাধ্যমে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালিয়ে, সহিংস ধ্বংসযজ্ঞ সংঘটিত করে হরতালকারীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা করে। তারই অংশ হিসেবে নোয়াখালীতে হরতালের প্রথম প্রহরে স্কুল শিক্ষিকা শামসুন্নাহানের জীবনহানি ঘটানো হয়। বিরোধী দলের হরতালের বিরুদ্ধে অপবাদ দেয়ার জন্য এই ভোটারবিহীন সরকারের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জুড়ি মেলা ভার। কিন্তু জনগণের দরবারে প্রকৃত ঘাতকরা চিহ্নিত হয়েই থাকে। তাদের নিষ্ঠুর অপকর্মের বিচার জনগণ একদিন যথাযথভাবেই করবে। মির্জা আলমগীর বলেন, বেআইনি অস্ত্র দিয়ে বিরোধী দলের মিছিলকে পণ্ড করার পুরস্কারস্বরূপ এই অবৈধ সরকারের স্নেহমাখা সন্ত্রাসী ছাত্র সংগঠনের নেতাদেরকে যখন মন্ত্রী ও ঊর্ধ্বতন আওয়ামী নেতারা বাহ্বা দেন, তখন দেশবাসী কারোরই জীবনের নিরাপত্তা নির্বিঘ্ন থাকে না। নোয়াখালীতে শিক্ষিকা হত্যার ঘটনায় শোকপ্রকাশ ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। সারা দেশে বিরোধী নেতাকর্মীদের ওপর সরকার ব্যাপক দমননীতি চালিয়েছে অভিযোগ করে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হরতালে জনগণের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে ভেবেই দেশব্যাপী চালানো হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর ব্যাপক দমননীতি। বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে হানা দিয়েছে। তল্লাশির নামে পরিবারের লোকজনদের সঙ্গে করা হয়েছে অসভ্য দুর্ব্যবহার। বিরোধী নেতাকর্মীদের যাকে যেখানে পাওয়া গেছে গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে। তিনি বলেন, হরতালকে কেন্দ্র করে রোববার রাত থেকে বিকাল পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ৪৪২ জন নেতাকর্মীকে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে তিনজনকে। গ্রেপ্তারকৃত নেতাদের মধ্যে রয়েছেন- যুবদল কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আজাদুর রহমান, সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুুল জব্বার বাবু, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বসির উদ্দিন, হবিগঞ্জের বাহুবল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন, পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, লক্ষ্মীপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হাসনাত সোহেল প্রমুখ। বিশেষ করে রাজধানী, যশোর, চট্টগ্রাম মহানগর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, পাবনা, খুলনা, রাজশাহী, চাঁদপুরে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। তিনি বলেন, রাজধানীর পল্লবী, মুগদা, লালবাগ, দক্ষিণখান, শাহ্‌ আলী, সবুজবাগ, নিউমার্কেট এলাকায় মিছিলে হামলা করেছে পুলিশ। রাজধানীর পল্লবী ও উত্তরা ছাড়াও চট্টগ্রাম মহানগর, সিলেট, কুমিল্লা, রাজশাহী, কক্সবাজার, চাঁদপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, ফরিদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে হরতাল সমর্থকদের। পল্লবীতে মিছিলে গুলি চালালে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা স্বপনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। মির্জা আলমগীর বলেন, একদলীয় বাকশালী স্বৈরতন্ত্র পাকাপাকি একটি ভিত্তি দেয়ার জন্য এই ভোটারবিহীন সরকার মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা আরও বেশি নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছে। শাসক দল তার সাঙ্গপাঙ্গসহ সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়ছে। মির্জা আলমগীর বলেন, বহুদলীয় গণতন্ত্রে অন্তর্নিহিত শক্তিই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। দেশে দেশে নিষ্ঠুর জনপীড়ক একচ্ছত্র ক্ষমতা ভোগকারী স্বৈরাচারী শাসকরাই মুক্তচিন্তা, সমালোচনাকে ভয় পায়। সেইজন্য এ ধরনের শাসকরা মুক্তবুদ্ধির স্বাধীনচেতা মানুষদের বর্বর আক্রমণে দমন করতে চায়। তিনি বলেন, গতকাল নিউএজ পত্রিকা অফিসে পুলিশ হানা দেয়। পুলিশি হানার মাধ্যমে গণমাধ্যমকে চাপ সৃষ্টি করা এই সরকারের একটি চিরচেনা কৌশল। নিউএজ অফিসে পুলিশি হানার উদ্দেশ্যই হচ্ছে পত্রিকার নির্ভীক সম্পাদক নুরুল কবিরকে ভয় দেখানো। আমরা নিউএজ অফিসে পুলিশি হানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মির্জা আলমগীর বলেন, বিরোধী দলের আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। হরতালের প্রাক্কালে পুরনো কৌশলের পুনরাবৃত্তি করে যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা ছুড়ে জীবনহানির মতো মানবতাবিরোধী সহিংস কার্যক্রম চালানো হচ্ছে। সরকারি এজেন্টদের দিয়ে তারা এই ধরনের অমানবিক কর্মকাণ্ড ৫ই জানুয়ারির তামাশার নির্বাচনের পূর্বাপর ঘটিয়েছিল। তিনি কমলাপুর রেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ও আহতদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। সরকারের সমালোচনা করে বলেন, জনস্বার্থকে সরকার তাচ্ছিল্য করে শুধুমাত্র বিরোধী দলকে দমানোর আয়োজনে ব্যস্ত থাকার জন্যই দেশজুড়ে চলছে নানা দুর্যোগ দুর্ঘটনা। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও আহতদের সুচিকিৎসার দাবি করেন। সেই সঙ্গে হরতাল সফল করায় বিএনপি, অঙ্গসংগঠন ও জোটের শরিক দলের নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জবি প্রতিনিধি: ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে। সোমবার দুপুর ১টার দিকে রায়সাহেব বাজার মোড় এলাকায় শাখা ছাত্রদলের নেতা মাহমুদুর রহমান রঞ্জুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বংশাল পর্যন্ত গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা। অন্যদিকে, হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ। সকাল ১০টার দিকে একটি মিছিল ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়, ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন- জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম। পরিচালনা করেন- সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম।
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, নোয়াখালীর মাইজদী এলাকায় পিকেটারদের ইটের আঘাতে এক শিক্ষিকা নিহত হয়েছেন। নিহতের নাম শামছুন্নাহার (৩৭)। তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁও তাওহীদ ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষিকা। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছায়। জানা গেছে, গতকাল সকালে শামসুন্নাহার ও তার স্বামী শাহজাহান সিরাজ, দুই ছেলে শাহ মোহাম্মদ সিমান (১৪), শাহ নুরালী প্রিন্স (৯)কে নিয়ে ঢাকা থেকে নোয়াখালী হয়ে রামগতির গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাজধানীর বাসার ফার্নিচার নিয়ে একটি কাভার্ডভ্যানে করে যাচ্ছিলেন তারা। মাইজদী শহরের পৌর কল্যাণ স্কুলের সামনে আসামাত্র কাভার্ডভ্যানটিকে লক্ষ্য করে পিকেটাররা অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গুরুতর আহত হন শামসুন্নাহার। পরে তাকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহসান উল্যা খান জানান, হতভাগ্য শিক্ষিকার লাশ ময়নাতদন্তের পর দেখা গেছে, মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় জখমের চিহ্ন রয়েছে। নিহত শিক্ষিকার স্বামী শাহজাহান সিরাজ জানান, দেশে এটি কিসের হরতাল। আমার স্ত্রীকে কি আর ফিরে পাবো? যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার মতো হাজার হাজার ছেলেমেয়েকে আমার স্ত্রী বিদ্যালয়ে শিক্ষা দিয়েছে। নিহত শিক্ষিকা রাজধানীর চাকরি ছেড়ে নোয়াখালী একটি স্কুলে যোগ দিতে ও স্বামী শাহজাহান সিরাজ ঢাকা মেটলাইফ আলিকো থেকে বদলি হয়ে নোয়াখালী সদরে মালামালসহ আসছিলেন।  সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন মানবজমিনকে জানান, নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে পিকেটারদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে জানান, হবিগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। তবে পুলিশের বাধার মুখে পিকেটাররা রাস্তায় নামতে পারেনি। ভোর থেকেই পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। জেলা সদর ও  আশপাশের এলাকায় হালকা যানবাহন চলাচল করলেও  দূরপাল্লার বাস, ট্রাক অন্যান্য ভারী যানবাহন চলাচল ছিল বন্ধ। এদিকে পিকেটিংয়ের প্রস্তুতি নেয়ার সময় বাহুবল উপজেলায় ছাত্রদল যুগ্ম আহ্বায়ক শাহিন ও লাখাই উপজেলায় বিএনপি’র সহ-সভাপতি আবদুল মোতালিবকে গ্রেপ্তার করেছে। এছাড়া জেলার কোথাও হরতাল নিয়ে কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এদিকে  হবিগঞ্জে  বিএনপি’র ২৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান,  হরতালের সমর্থনে মিছিল করেছে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠন। তবে মিছিলে পুলিশ বাধা দেয়ায়  নেতাকর্মীরা পিছু হটে যাওয়ায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানা গেছে, সকাল ৮টায় শহরের নিতাইগঞ্জ ও এর আশপাশের এলাকা থেকে নারায়ণগঞ্জ নগর বিএনপি ও মহানগর যুবদলের ব্যানারে একটি মিছিল বের হয়। জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব মিছিলের নেতৃত্ব দেন। এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নগর ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। তবে পুলিশি বাধা উপেক্ষা মিছিল করে। ওদিকে মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রুশুর নেতৃত্বেও হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের  হয়। এছাড়াও পৃথক পৃথকভাবে একাধিক মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের মণ্ডলপাড়া যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে  মিছিলগুলো নিতাইগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। এদিকে হরতালে নারায়ণগঞ্জ থেকে গণপরিবহন কম চলাচল করেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীতে পুলিশের বাধার মধ্য দিয়ে ২০ দলীয় জোটের ডাকা হরতাল পালিত হয়েছে। হরতাল শুরুর আগেই রোববার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে পুলিশ।  হরতালের সমর্থনে সকাল সোয়া ৭টার দিকে নগরীর উপশহর-কাদিরগঞ্জ এলাকায় মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তবে পুলিশের বাধার মুখে তারা ছাত্রভঙ্গ হয়ে যান। এর পরপরই বিএনপি’র যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মালোপাড়ার কাবিল ম্যানসনের দলীয় কার্যালয় সামনে উপস্থিত হন। সেখান থেকে সকাল সাড়ে ৮টায় মিজানুর রহমান মিনু দলীয় নেতাকর্মীদের নিয়ে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহড়া দেন। প্রায় একই সময়ে নগরীর কোর্ট এলাকা থেকে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে হরতালে ২০ দলের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। দু-একটি মিছিল ছাড়া বেশির ভাগ নেতাকর্মী দলীয় কার্যালয় নসিমন ভবনেই অবস্থান নেন। গতকাল সকালে বিএনপির নেতা কর্মীরা মেহিদীবাগ এলাকা থেকে একটি মিছিল বের করলে সেখানে ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে পুলিশ। তবে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে হরতালের সমর্থনে বিএনপির মিছিল পুলিশির বাধায় পণ্ড হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শহরে একটি হরতাল সমর্থনে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, সহসাধারণ সম্পাদক গাজী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলালসহ জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালন হয়েছে। বেলা ১১টার দিকে জেলা বিএনরি একাংশের উদ্যোগে হরতালের সমর্থনে মিছিল বের হয়। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুর শহর থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর থেকে শিবির নেতা আবদুল মতিন ও কমলনগর উপজেলার হাজিরহাট থেকে শিবিরের সভাপতি ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আরো ২০জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। সকাল থেকে ফরিদপুরের কোথাও কোন পিকেটার বা ২০ দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি। তবে সকাল সাড়ে ১০টার দিকে কোট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার, জামালপুর থেকে জানান, জামালপুরে  শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিরোধী জোটের হরতাল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃতে হরতালের সমর্থনে দুপুর ১২টায় শহরে মিছিল বের হয়। হরতালের সমর্থনে বিশাল এ মিছিলটি বকুলতলায় গিয়ে হরতালের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলের নেতাকর্মীরা। সকালে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক চত্বরে এলে পুলিশ বাধা দেয়।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্থানে ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকালে নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসন ইউনিট বিএনপির সভাপতি হযরত আলীর নেতৃত্বে মিছিল বের করে। তেলিপাড়া এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। গতকাল দুপুরে নগরের ইটাহাটা এলাকায় সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে হরতালের মিছিল বের করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করতে চাইলে পুলিশের ধাওয়ায় পিকেটাররা পালিয়ে যায়। এদিকে হরতালের সমর্থনে সকালে নগরের চেরাগ আলী মার্কেট এলাকায় মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলের পর ইটপাটকেল ছুড়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে পিকেটাররা। এর আগের রাতে নাশকতা  চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে সারা জেলায় ৩৮ জনকে আটক করে পুলিশ।
স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে জানান, বগুড়ায় ঢিলাঢালাভাবে হরতাল পালিত হয়েছে। গতকাল ভোরে আতঙ্ক সৃষ্টির জন্য শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সকালে জেলা বিএনপি শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড় এলাকায় মিছিল করে। এছাড়া শহরের চেলোপাড়া এলাকায় রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে মিছিল করে পিকেটাররা। দুপুরে জেলা আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল করেছে।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, নাশকতার অভিযোগে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- ধামরাই পৌর যুবদলের একাংশের সাধারণ সম্পাদক মারুফ সিকদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, বিএনপি কর্মী মোহর আলী ও ওয়াসিম।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতালে নাশকতা এড়াতে গাংনী থানা পুলিশের অভিযানে চার বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। ভোর থেকে জেলার আন্তঃজেলা ও দূরপাল্লার সকল প্রকার বাস চলাচল বন্ধ ছিল। চলাচল করছে অন্যান্য যানবাহন।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে ২০ দলের হরতাল পালিত হচ্ছে। সকালে শহরের স্টেশন বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও শহরের বড়হরিশপুর এলাকায় জামায়াত-শিবির নেতা-কর্মীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে ও বিক্ষোভ করে।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। ভোরে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সামছুল আলাম সরকার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন হিসেবে ৮ জনকে আটক করা হয়েছে।
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের একাংশ হরতালবিরোধী মিছিল করেছে। দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। সকাল থেকে শহরের বেশির ভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও শহরে রিকশা-ভ্যানসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গত  রাতে পুলিশ অভিযান চালিয়ে  ছাত্রদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে। গতকাল হরতাল চলাকালে শহরের দোকানপাট ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া কলেজ গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতারা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময়  পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি: হরতাল চলাকালে মহালছড়ি উপজেলা বিএনপি অফিস ভাঙচুর করার প্রতিবাদে আজ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রলীগের কর্মীরা বিনা উস্কানিতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগ এ অভিযোগ  অস্বীকার করেছে।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। বিএনপি ও জোটের শরিক দলের কর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর কমিটির সভাপতি ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ৭ টা ও সকাল সাড়ে ৯টায় দুই দফায় হরতালের সমর্থনে বিশাল দু’টি মিছিল বের হয়।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুরে হরতাল চলাকালে নাশকতার অভিযোগে পুলিশ বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে। কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, হরতালে নাশকতার অভিযোগে পীরগাছা থেকে বিএনপি কর্মী বাবলু মিয়া, এমদাদুল, শরিফুল ইসলাম এবং শিবিরকর্মী শহিদুল ইসলাম, জাহেদুল, দুলাল মিয়া এবং মিঠাপুকুর থেকে জামায়াত শিবিরকর্মী সাজেদুল ইসলাম, বাদশা মিয়া ও লাবলুকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ১০ নেতাকর্মী আহত হয়েছে। সকালে বাস টার্মিনাল এলাকায় বিএনপির দু’শতাধিক নেতাকর্মী মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ বিএনপি’র দলীয় কার্যালয় সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ করে রাখে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় হরতালের সমর্থনে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। অন্যদিকে মজমপুর গেট থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহে ২০ দলের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।  হরতালের সমর্থনে সকালে শহরের হরিকিশোর রায় রোড থেকে ২০ দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের নতুন বাজার ট্রাফিক মোড়ের সামনে এলে পুলিশ বাধা দেয়।
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান,  বরিশালে ২০ দলের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে একটি মিছিল হয়েছে। নাজিরের পুল থেকে শুরু হয়ে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়।

No comments

Powered by Blogger.