সম্পত্তি নিয়ে ম্যান্ডেলা পত্নীদের বিরোধ

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে আবার নতুন করে বিরোধে জড়িয়ে পড়েছেন ম্যান্ডেলার দুই পত্নী। সম্পত্তি সুষ্ঠু বণ্টন করতে ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা (৭৮) ম্যান্ডেলার বিধবা স্ত্রী গ্রাসা মাচেলকে এবার আদালতের ভয় দেখালেন। ম্যান্ডেলার প্রস্থানের পর থেকেই গ্রামের বাড়ি কুনুর সম্পত্তি নিয়ে বিরোধ চলছে এ দু’জনের মধ্যে। এএফপি জানায়, মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে উইনি বলেছেন, ম্যান্ডেলার সম্পত্তির অধিকার অর্জনে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। গত অক্টোবরে ম্যান্ডেলা এ ব্যাপারে আদালতে একটি লিগ্যাল চ্যালেঞ্জ দায়ের করেছিলেন। ১৯৯৬ সালে উইনির সঙ্গে ছাড়াছাড়ি হয় ম্যান্ডেলার। উল্লেখ্য, ম্যান্ডেলা তিন স্ত্রীর সঙ্গে সংসার পাতেন। ম্যান্ডেলার গ্রামের বাড়িটির বর্তমান বাজারদর ৪৪ লাখ মার্কিন ডলারের কাছাকাছি। ম্যান্ডেলার মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে এটিই প্রথম টানাপোড়েনের ঘটনা। কারণ ম্যান্ডেলার পরিবারের অন্য সদস্যরা এর আগে ওই বাড়িটির অধিকার নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। উইনির সঙ্গে ম্যান্ডেলার সংসার জীবনে তাদের ঘর আলোকিত করে পৃথিবীতে আসে দুই কন্যাসন্তান।

No comments

Powered by Blogger.