ফেসবুকে ২ কোটি ১০ লাখ রুপি বেতনে চাকরি

ফেসবুকে চাকরি। বেতন ২ কোটি ১০ লাখ রুপি। এমন এক চাকরিতে যোগ দিচ্ছেন ভারতের জয়পুরের তরুণী আস্থা আগরওয়াল। তিনি হিসাব কষে দেখেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীদের যে বেতন দিয়েছেন তার মধ্যে তার বেতনই সর্বোচ্চ। এত বেতন নিয়ে চাকরির প্রস্তাব পেয়ে বেশ খোশ মেজাজে আছেন আস্থা আগরওয়াল। ২০০৯ সালে ফেসবুকের একজন ব্যবহারকারী হিসেবে সাইন আপ করেন আস্থা আগরওয়াল। তবে কোন দিনও তিনি ভাবেন নি সামাজিক যোগাযোগের অদ্বিতীয় এই মাধ্যম ফেসবুকে একদিন চাকরির সুযোগ বা প্রস্তাব পাবেন। আজারবাইজানে জুনিয়র অলিম্পিয়াডে গিয়ে কিছু বন্ধু হয়েছিল তার। তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেই ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন তিনি। এই বছর মে মাসে ক্যালিফোর্নিয়ায় ফেসবুক হেডকোয়ার্টারে সামার ইন্টার্নশিপের জন্য যান এই তরুণী। দু’মাস ইন্টার্নশিপের পর ফেসবুক থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির প্রস্তাব পান আস্থা আগরওয়াল। এতদিন পর্যন্ত নিজের বেতন নিয়ে খুব একটা মাথা ঘামান নি তিনি। কিন্তু হঠাৎ করেই একদিন বেতন নিয়ে হিসাব কষে অবাক তিনি। দেখেন তার বেতনই সর্বোচ্চ। বম্বে আইআইটি থেকে তার অষ্টম সেমিস্টার খতম করেই আগামী বছর অক্টোবরে ফেসবুকের কর্মচারী রূপে যোগ দেবেন ২০ বছরের আস্থা আগরওয়াল।  ২ কোটি ১০ লাখ রুপি বেতনে ফেসবুকে যোগ দিতে চলেছেন আস্থা। এর সঙ্গে থাকছে বোনাসও। তবে বেতনের থেকেও ফেসবুকে চাকরি পাওয়ায় বেশি আনন্দিত আস্থা। গুগল থেকেও চাকরির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু, ফেসবুকের এই ভক্ত আস্থা বেছে নিয়েছেন তার পছন্দের সাইটকেই।

No comments

Powered by Blogger.