তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বঙ্গন্ধুকে পাকবন্ধু বলার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় এই পরোয়ানা জারি করে আদালত। আজ সমন ফেরতের নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম আতাউল হকের আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯শে জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে ১৭ই নভেম্বর মহানগর হাকিম রেজাউল করিম ১০ই ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার এজাহারে দাবি করা হয়, তারেক রহমান চলতি বছরের ১১ই নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু’ বলে মন্তব্য করেছেন। পরে বিভিন্ন গণমাধ্যমে এ বক্তব্য প্রকাশিত হওয়ায় মানহানির অভিযোগ এনে দন্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান ১৭ই নভেম্বর ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলা দায়ের করেন।

No comments

Powered by Blogger.