সাত খুন: র‌্যাবের প্রতিবেদন দাখিল, মোল্লাকে বহাল রাখার নির্দেশ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে আজ এ প্রতিবেদন দাখিল করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার কারণে নূর হোসেন কাউন্সিলর নজরুল ইসলামকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে। এ ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ অপহরণ থেকে শুরু করে নদীতে লাশ ডুবানো পর্যন্ত লে. কর্ণেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেন জড়িত ছিলেন। তবে লে. কমান্ডার (অব.) এম এম রানা অপহরণ পর্যন্ত অংশ নিয়ে আংশিক জড়িত ছিলেন বলে প্রতীয়মান হয়েছে। ওদিকে একই বেঞ্চ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গঠিত সার্বিক তদন্ত কমিটিতে নতুন প্রধান নিয়োগের আদেশ নাকচ করেছেন। শুরু থেকে এই কমিটির নেতৃত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে বাকি দায়িত্ব শেষ করতে বলেছেন আদালত। সাতখুনের ঘটনায় নূর হোসেনের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার অভিযোগ উঠলে গত ৭ই মে ঘটনা তদন্তে হাইকোর্টে নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করে সরকার। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গত সাত মাসে চার শতাধিক ব্যক্তির সাক্ষ্য নেয়। এরই মধ্যে গত ৯ই নভেম্বর শাহজাহান মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হাকিমকে মঙ্গলবার সার্বিক তদন্ত কমিটির প্রধান হিসাবে নিয়োগ দেয়া হয়। কিন্তু আদালত শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে বাকি দায়িত্ব শেষ করতে বলেছেন।

No comments

Powered by Blogger.