পরবর্তী নির্বাচন নিয়ে এখনই আলোচনা চায় ইইউ

৫ই জানুয়রির নির্বাচন প্রশ্নে অবস্থান অপরিবর্তীত রয়েছে জানিয়ে ঢাকায় সফররত  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় প্রতিনিধি দলের প্রধান জেন ল্যাম্বার্ট বলেছেন,  পরবর্তী নির্বাচনটি কিভাবে অংশগ্রহনমূলক করা যায় সেটা নিয়ে এখনই আলোচনা শুরু করতে হবে। তার মতে, নতুন নির্বাচন নয়, পরবর্তী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, কোন পদ্ধতিতে নির্বাচনটি সংঘঠিত হবে- তার একটি গ্রহণযোগ্য সমাধান হওয়া উচিত। চার দিনের ঢাকা সফরের শেষ দিনে আজ গুলশানে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে বিচার বর্হিভূত হত্যাকা- এবং গুমের বিষয়ে বরাবরের মত উদ্বেগ প্রকাশ করে প্রত্যেকটি ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ কতৃপক্ষের প্রতি অনুরোধ জানান, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা- যাতে ভূক্তভোগীরা ন্যায় বিচার পায়। এনজিওদের নিয়ন্ত্রণে প্রণীত আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ পার্লামেন্টের ওই সদস্য বলেন, এমন কোন নিয়ন্ত্রণমূলক আইন করা উচিৎ নয়, যা গতিশীল নাগরিক সমাজের কণ্ঠ রোধ করে।

No comments

Powered by Blogger.