তুরস্কের মসজিদে পোপের প্রার্থনা

বিশ্বের প্রায় ১০০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস ইস্তাম্বুলে পৌঁছেছেন। তুরস্কে তার তিন দিনের আনুষ্ঠানিক সফরের দ্বিতীয় দিন শনিবার ইস্তাম্বুলে যান। ৭৭ বছর বয়সী আর্জেন্টাইন নাগরিক পোপ ফ্রান্সিস ইস্তাম্বুলভিত্তিক রক্ষণশীল খ্রিস্টানের নেতা ফেনার গ্রিক প্যাটরির্য়াক বর্থলময়ের সঙ্গে বিমানবন্দরের টারম্যাকে সাক্ষাৎ করেন। এ সময় তাকে অত্যন্ত হাসিখুশি এবং সাবলীল দেখা যায়। বিমানবন্দর ত্যাগ করার পর পোপ অটোমান শাসনামলে ১৭ শতকে নির্মিত ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদে (ব্লু মসজিদ) যান। পোপ ফ্রান্সিস তার জুতা খুলে বিশাল এ মসজিদটিতে প্রবেশ করেন। মসজিদটিতে পৌঁছানোর পর ইস্তাম্বুলের গ্র্যান্ড মুফতি রামি ইরানের পাশে দাঁড়িয়ে মক্কার দিকে মুখ ফিরিয়ে (কেবলামুখী হয়ে) কয়েক মিনিট মাথা নিচু করে প্রার্থনা করেন। শত শত মানুষ পুলিশের ব্যারিকেডের পেছনে পোপের এ প্রার্থনার দৃশ্য প্রত্যক্ষ করেন। স্কুলের বাচ্চাদের একটি দল তুর্কি এবং ভ্যাটিকানের পতাকা হাতে তাকে পোপকে স্বাগত জানান এবং পোপ ফ্রান্সিস জিন্দাবাদ বলে স্লোগান দেন।

No comments

Powered by Blogger.