গণঅভ্যুত্থান আসন্ন -মির্জা ফখরুল

আওয়ামীলীগ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। মিডিয়া নিয়ন্ত্রনে সরকারি এজেন্সি ব্যবহার করছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থান আসন্ন। এ সরকারের পথ থাকবে না নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। তিনি অভিযোগ করে বলেন, দেশের আইনশৃংখলা বাহিনী অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এই বাহিনীগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে সরকার। তিনি সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সুলতানুল ফেরদৌস নম্র, পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, মামুন অর রশিদ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

No comments

Powered by Blogger.