মোদির বক্তৃতায় ঘুমিয়ে পড়লেন গোয়েন্দা প্রধান

স্মার্ট পুলিশিংয়ের প্রয়োজনীয়তা বিষয়ে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতাকালে খোদ সিবিআই প্রধানের ঘুমিয়ে পড়ার চিত্র জাতীয় টেলিভিশনে প্রচারের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন ভারতের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। জাতীয় নিরাপত্তা বিষয়ে একটি বড় ধরনের সম্মেলন উপলক্ষে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে জড়ো হয়েছিলেন ভারতের পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
ফুটেজে দেখা যায় সজাগ, দায়িত্ববান, নির্ভরযোগ্য ও সক্রিয় পুলিশের প্রয়োজনীয়তা বিষয়ে মোদির বক্তৃতাকালে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন পরিচালক রণজিৎ সিনহা বেশ কয়েকবার ঝিমিয়ে পড়েন। সিনহাকে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পুলিশ, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময়ও বেশ কয়েকবার ঝিমুতে দেখা যায়। এনডিটিভির খবরে এ দৃশ্য দেখা যায়। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, এখানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন।
তাদের কেউ কেউ অবসর গ্রহণের দ্বারপ্রান্তে। তবে অবসরে যাচ্ছেন বলে আপনারা ক্লান্ত হয়ে যাবেন না। জাতির নিরাপত্তা নিশ্চিতে আপনাদের অভিজ্ঞতা এবং সক্ষমতা এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঘুমিয়ে পড়া গোয়েন্দা প্রধান এ কথা শুনেছিলেন কিনা, তা জানা যায়নি। ২ ডিসেম্বর সিবিআই প্রধান রণজিৎ সিনহা অবসরে যাচ্ছেন।

No comments

Powered by Blogger.