লতিফ সিদ্দিকী ইস্যুতে আলটিমেটাম

লতিফ সিদ্দিকী ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশ। রাজপথ থেকে সংসদ, শহর থেকে গ্রাম সর্বত্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে হঠাৎ লতিফ সিদ্দিকীর দেশে ফেরায় বিক্ষুব্ধ সব মহল। তাকে গ্রেপ্তারের দাবিতে গতকালই সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে পদচ্যুত এই মন্ত্রীকে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পালনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দল, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোটসহ বেশ কিছু সংগঠন। একই ইস্যুতে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এসব সংগঠন। গতকাল সংগঠনগুলোর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ওদিকে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে গতকাল বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, পুরানা পল্টন, লালবাগ, কামরঙ্গীরচর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামপন্থি দলগুলো। তবে ঢাকা মহানগর হেফাজতের ব্যানারে বিক্ষোভ মিছিল চলাকালে একই দাবিতে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর আলাদা বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। মিছিল শেষে এক সমাবেশে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবি ও সংসদের চলতি অধিবেশনে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। সংসদে আইন পাস সম্ভব না হলে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে আইনটি পাসের দাবি জানান নেতারা। তাও সম্ভব না হলে, এ ইস্যুটি নিয়ে গণভোট করার দাবি জানায় সংগঠনটি। এসব দাবি মানা না হলে আগামী ৫ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের পর সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের এ সংগঠন। একই দাবিতে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহীসহ দেশের প্রায় সব মহানগর এবং জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লতিফ সিদ্দিকীর বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে পদচ্যুত এই মন্ত্রীর গ্রেপ্তার দাবি করেছেন।  ওদিকে সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেছেন, স্ব-ঘোষিত ধর্মদ্রোহী মুরতাদ লতিফ সিদ্দিকীকে দেশে ফেরার সুযোগ দিয়ে সরকার নাস্তিক মুরতাদদের পৃষ্ঠপোষকতা করছে। তিনি বলেন, লতিফ সিদ্দিকীসহ নাাস্তিক মুরতাদরা সরকারের ছত্রছায়ায় দেশ থেকে ইসলাম নির্মূলের অব্যাহত চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দুঃখজনকভাবে সরকার মুরতাদ লতিফ সিদ্দিকীকে নির্বিঘ্নে দেশে আসার সুযোগ দিয়ে সর্বস্তরের আলেম ওলামা, পীর মাশায়েখ ও তৌহিদী জনতার ঈমান আকিদার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমতাবস্থায় কোন ঈমানদার চুপ করে বসে থাকতে পারে না। তাই সরকারকে সর্বশেষ সুযোগ দিয়ে মঙ্গলবার পর্যন্ত তাকে গ্রেপ্তারের আল্টিমেটাম ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয়া হলো। এ সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করা হলে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। ঈমান রক্ষার এ আন্দোলনে বিরোধিতা করে মোনাফিকির কাতারে শামিল না হওয়ার জন্য তিনি সব ঈমানদার মুসলমানের প্রতি আহ্বান জানান। জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বহু স্থানে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তা সত্ত্বেও পুলিশ গ্রেপ্তার করার পরিবর্তে তাকে পাহারা দিয়ে গোপন জায়গায়  নিয়ে যাওয়ার খবরে দেশের ইসলামপ্রিয় জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। তিনি বলেন, পুলিশি প্রহরায় আবদুল লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে গোপন স্থানে নিয়ে যাওয়ার ঘটনা থেকে প্রমাণিত হয়, সরকারই তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে। বিমানবন্দরে তাকে গ্রেপ্তার না করা সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় দাবি করে এ জামায়াত নেতা বলেন, সরকার বিনা কারণে জামায়াত শিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতাকর্মীদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে। অথচ লতিফ সিদ্দিকীর মতো একজন স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী ব্যক্তিকে পৃষ্ঠপোষকতা করছে। সরকার নাস্তিকের পক্ষাবলম্বন করে দেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে তিনি সরকারের প্রতি দাবি জানান। এদিকে গতকাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের হাটহাজারি মাদরাসায় জরুরি বৈঠক করে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। আগামীকালের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয় হয়।
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার এনডিএফের হরতাল
সোমবার রাতের মধ্যে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আশা করেছিলাম দাবি অনুযায়ী সরকার লতিফ সিদ্দিকীকে বাংলাদেশের মাটিতে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেনি। তাই আজ (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে কালেমায় বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে আগামীকাল (আজ মঙ্গলবার) সারা দেশে সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করবো আজকের মধ্যে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। অন্যথায় বুঝে নেব এই সরকার নাস্তিকদের সমর্থনের সরকারে পরিণত হয়েছে। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে মন্তব্য করে নিলু সবাইকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহবান জানান।

No comments

Powered by Blogger.