প্রতিভা পরীক্ষায় রোবট

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রমাণ দিতে গ্রহণযোগ্য কবিতা, গল্প বা ছবি আঁকার পরীক্ষা দিতে হবে রোবটকে। রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সমপর্যায়ে পৌঁছেছে কিনা তা পরীক্ষা করতেই এ প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির অধ্যাপক মার্ক রিডল। অধ্যাপক রিডল জানিয়েছেন, কৃত্রিম এজেন্ট যদি কোনো প্রকার শৈল্পিক ধরন অনুযায়ী নিজ হাতে মননশীল কিছু সৃষ্টি করতে পারে এবং তা যদি মানবীয় বুদ্ধিমত্তায় সৃষ্ট কিছুর মতো হয়, তাহলেই কৃত্রিম এজেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে ধরে নেয়া হবে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা। লন্ডন ফিউচারিস্টসের চেয়ারম্যান ডেভিড উড জানিয়েছেন, বিষয়টিতে ভুল হচ্ছে। কারণ ইতিমধ্যেই এমন রোবট রয়েছে যা প্রাথমিক অনুভূতি সুস্পষ্ট বুঝতে পারে এবং এমন কম্পিউটার রয়েছে যা গান লিখতে সক্ষম। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য বিজ্ঞানীরা কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিংয়ের নামে নামকরণকরা টিউরিং টেস্ট ব্যবহার করে থাকেন। বিবিসি।

No comments

Powered by Blogger.