পুরুষ কমছে বাড়ছে নারী

দ.কোরিয়ায় আগামী বছর জনসংখ্যার দিক থেকে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। জন্ম-মৃত্যুর আনুপাতিক হার অনুযায়ী দেশটিতে পুরুষের সংখ্যা কমছে, নারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। এই প্রথমবারের মতো দেশটিতে নারীর সংখ্যা পুরুষের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। বয়স্ক লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার ফলেই এমনটা ঘটতে যাচ্ছে। খবর এএফপির। রাষ্ট্রীয় উপাত্ত সংস্থা স্ট্যাটিস্টিকস কোরিয়ার মতে, ২০১৫ সালে দেশটিতে ২ কোটি ৫৩ লাখ পুরুষের বিপরীতে নারীর সংখ্যা দাঁড়াবে ২ কোটি ৫৩ লাখ ১০ হাজারে। দক্ষিণ কোরিয়ায় কম জন্মহার ও নারীদের আয়ু বৃদ্ধি পাওয়াই এর কারণ। দক্ষিণ কোরিয়া ২০০০ সালে বয়স্কদের সমাজে পরিণত হয়েছে এবং ২০২৬ সাল নাগাদ ‘সুপার-এজড সোসাইটি’তে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। কোনো দেশের ২০ শতাংশের বেশি লোকের বয়স ৬৫ বছর হলে তাকে ‘সুপার-এজড সোসাইটি’ বলা হয়। স্ট্যাটিস্টিকস কোরিয়া জানায়, দক্ষিণ কোরিয়ার কর্মজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হবে ২০১৬ সালে। ওই বছর ১৫ বছর থেকে ৬৪ বছর বয়সী লোকের সংখ্যা হবে ৩ কোটি ৭০ লাখ ৪০ হাজার। এর পরের বছরই কর্মক্ষম মানুষের এই সংখ্যা হ্রাস পেতে শুরু করবে। এএফপি।

No comments

Powered by Blogger.