ইবোলা চিকিৎসায় সতর্কতার নির্দেশ

যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন ইবোলা আক্রান্ত রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি এক মার্কিন সেবিকা লাইবেরিয়ান একজন ইবোলা রোগীকে সেবা দেয়ার সময় নিজেও এ রোগে আক্রান্ত হন। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করার পরই ওবামা এ নির্দেশনা জারি করেন। পশ্চিম আফ্রিকার বাইরে ইবোলায় আক্রান্ত হওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ওই নারী। তিনি এখন টেক্সাসের একটি হাসপাতালের নির্জন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এর আগে মাদ্রিদে একজন স্প্যানিশ সেবিকা ইবোলায় আক্রান্ত হন। ড. টম ফ্রেইডেন নামে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ঐ মার্কিন নার্সের শরীরে কিভাবে এই রোগের সংক্রমণ হলো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, হাসপাতালের কর্মীদের ভুলের কারণেই এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। এর অধিকাংশই মারা গেছে গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে।

No comments

Powered by Blogger.