এমপি দারাকে কটূক্তি, আটক ৩

ঘড়ির কাঁটায় দুপুর দেড়টা। রাজশাহীর দুর্গাপুরে দলীয় সভা শেষে স্থানীয় ভালুকগাছি-বাঁশপুকুর সড়ক হয়ে পুঠিয়ার বাড়িতে ফিরছিলেন  রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা। ৭ কিমি. দৈর্ঘ্যের ওই পথটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। ফলে পথচারীদের পড়তে হয় বিড়ম্বনায়। এমপি দারার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি। এ সময় বাঁশপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশের একটি দোকানে দাঁড়িয়ে ছিল কয়েকজন কিশোর-যুবক। ওদের মধ্যে থেকে মিঠুন (১৭) নামের এক কিশোর বলে ওঠে, ‘ভাঙা রাস্তা ঠিক করেন না কেন?’ আর তা শুনে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী সোহেল সুমন। এমপির সহকারী নেমেই একজনকে থাপ্পড় দেন এবং তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন তাদের ওপর চড়াও হয়। এ সময় এমপির গড়ির সঙ্গে প্রটোকলে থাকা দুর্গাপুর থানার এএসআই ফয়সাল ও তার ফোর্স এমপির নির্দেশে সেখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীকে মারপিট শুরু করে। এ সময় সুমন (১৮) ও মামুন (২০) নামের দুই যুবককে তারা আটক করে। পুলিশকে বাধা দিতে এগিয়ে এলে আলম আলী (৪০) নামের স্থানীয় আরেক ব্যক্তিকে আটক করে তারা। এদের মধ্যে আলম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। একই সঙ্গে সেখান থেকে একটি ক্যারম বোর্ড জব্দ করে থানায় নেয়া হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী মানবজমিনকে জানান, সংসদ সদস্যকে কটূক্তি করায় তিন জনকে আটক করা হয়েছে। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শিগগিরই মুচলেকা নিয়ে তাদের অভিভাবক ও স্থানীয় আওয়ামী লীগ নেতার জিম্মায় ছেড়ে দেয়া হবে। নিজ থানা এলাকার বাইরে গিয়ে আটক প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য নিরাপত্তাহীনতার আশঙ্কায় পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। এ সময় পুঠিয়া থানা পুলিশের টিমটি ঘটনাস্থল থেকে দূরে অবস্থান করছিল। তাই দুর্গাপুর পুলিশই ওদের আটক করে। রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা জানান, স্থানীয় এক যুবক কটূক্তি করে। এ সময় তার ড্রাইভার গাড়ি থামায়। এর আগেই প্রটোকলে থাকা দুর্গাপুর পুলিশ ওই যুবককে আটক করলে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এ সময় এমপির গাড়িতে হামলা হয়েছে শুনে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। পরে তাদেরকে ফিরে যেতে এবং আটককৃতদের ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।

No comments

Powered by Blogger.