কারাগারে কেমন আছেন জয়ললিতা

কয়েদি নম্বর সাত হাজার চারশো দুই। তাকে যতই দেখছেন, ততই অবাক হয়ে যাচ্ছেন জেলের অফিসাররা। জেলের ভিতর তাকে দেখে ঘোর কাটছে না রক্ষীদের। সিংহাসন থেকে মাটিতে আছড়ে পড়ার পরেও, একজন এতটা শক্ত থাকতে পারে! বলছি তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার কথা। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এডিএমকে নেত্রী। চার বছরের কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কর্নাটক হাই কোর্ট।

৬৬ বছরের এ নেত্রী তবু ভেঙে পড়েননি। দুই সপ্তাহ হয়ে গেল জেলে রয়েছেন। মুখ্যমন্ত্রীর আসন নেই। কাছে নেই আশপাশের পরিচিত মানুষগুলোও। সাধারণত এমন সময়ে অনেক পোড় খাওয়া লোকও মানসিক ভাবে ভেঙে পড়েন। কিন্তু জয়ললিতা এখনও পর্যন্ত ফিট এবং মানসিকভাবে শক্ত রয়েছেন। লাঞ্চে আর ডিনারে কার্ড রাইস। ব্রেকফাস্টে দুধ, পাউরুটি, কলা আর আপেল। নিজের খাবারের ব্যাপারে ভীষণ সচেতন তিনি। দিনে এক থেকে দেড় ঘণ্টা বরাদ্দ খবরের কাগজের জন্য। কঠিন সময়ে একা থাকতেই পছন্দ করছেন জয়ললিতা। এডিএমকে নেতাদের সাথেও দেখা করছেন না তিনি। জানিয়েছেন জেলসুপার জয়সিংহ।

সূত্র : জি নিউজ

No comments

Powered by Blogger.