দিল্লির গণধর্ষণ-কিশোর আসামির রায় ১১ জুলাই

নয়াদিল্লিতে চলন্ত বাসে ছাত্রী গণধর্ষণ ও হত্যা মামলার একমাত্র কিশোর আসামির তদন্ত ও শুনানি গতকাল শুক্রবার শেষ হয়েছে। আগামী ১১ জুলাই কিশোর বিচার আদালত (জেজেবি) তার মামলার রায় দেবেন। জেজেবি এ কথা জানিয়েছেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ১৭ বছর বয়সী ওই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ গঠনের নির্দেশ দেন জেজেবি। মার্চের শুরুর দিকে তার বিচারকাজ শুরু হয়। বিভিন্ন সাক্ষ্যগ্রহণের পর গতকাল জেজেবি বিচারকাজ সমাপ্ত করে। আগামী ১১ জুলাই তার বিরুদ্ধে রায় দেওয়া হবে। মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে তিন বছরের জন্য কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হবে।
গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ফিজিওথেরাপির শিক্ষার্থী ২৩ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হন। গত ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন মামলার ষষ্ঠ ও একমাত্র ওই কিশোর আসামি তরুণীকে সবচেয়ে বেশি নির্যাতন করে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.