পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। আফগানিস্তানের সীমান্তবর্তী চামান এলাকায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আফগানিস্তানের ছয় কর্মকর্তা রয়েছেন।
পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা জানান, 'ফ্রেন্ডশিপ গেট'-এর কাছে আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাটি চালানো হয়। তবে এতে পাকিস্তানের কোনো সদস্য হতাহত হয়নি। আফগানিস্তানের নিরাপত্তাকর্মীরা জানান, হামলাটি চালানো হয় সীমান্তে দায়িত্ব থাকা আফগান কমান্ডার আকতার মুহাম্মদকে লক্ষ্য করে। তিনি অক্ষত থাকলেও ৯ জন নিহত হন। এঁদের মধ্যে ছয়জন সরকারি কর্মকর্তা।
এ ছাড়া এই ঘটনায় ১৯ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে পাকিস্তানের বেশ কিছু নাগরিক আছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পরপরই সীমান্ত এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর (এফসি) সদস্য। এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.