চীন-রাশিয়া যৌথ নৌ মহড়া শুরু

রাশিয়া ও চীন গতকাল শুক্রবার থেকে যৌথ নৌ মহড়া শুরু করেছে। জাপান সাগরে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ মহড়া আগামী ১২ জুলাই শেষ হবে। চীন জানিয়েছে, বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে এটিই তাদের সবচেয়ে বড় মহড়া।
গতকাল চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা 'পিপলস ডেইলি' জানায়, জাপান সাগর এলাকায় অবস্থিত দ্বীপগুলোর সার্বভৌমত্ব রক্ষার্থে এ মহড়ার একটি প্রতীকি অর্থ আছে। এ ছাড়া একে জাপান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে একটা পাল্টা জবাবও বলা যেতে পারে। বিষয়টি নিয়মিত অনুশীলনের অংশ উল্লেখ করে পত্রিকাটি জানায়, দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা মহড়ার প্রধান উদ্দেশ্য। চীন মহড়ায় অংশ নিতে চারটি ডেসট্রয়ার, দুটি ক্ষেপণাস্ত্রসহ দুটি রণতরী ও একটি সহায়ক জাহাজ পাঠিয়েছে। মহড়ায় রাশিয়া ১১টি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন এবং তিনটি বিমান পাঠাবে বলেও জানিয়েছে পত্রিকাটি।
গত মঙ্গলবার চীনের 'পিপলস লিবারেশন আর্মি' প্রধান জেনারেল ফ্যাং ফেনগুই বলেন, 'রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.