সাবেক কোনো মন্ত্রীর ফাঁসির রায় দেশে এই প্রথম

আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশের মধ্য দিয়ে দেশে নতুন একটি নজির সৃষ্টি হলো। এই প্রথম একজন সাবেক মন্ত্রী কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের শাস্তি পেলেন।
এর আগে অনেক প্রভাবশালী সাবেক মন্ত্রীকেই বিভিন্ন সময় বিচারের মুখোমুখি হতে হয়েছে। তবে মৃত্যুদণ্ড কারো হয়নি। জাতির পিতা হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশতাক আহমদ। তবে বিচারের আগে তিনি মৃত্যুবরণ করেন। জেলহত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর, ওবায়দুর রহমান অভিযুক্ত হলেও রায়ে তাঁরা খালাস পেয়ে যান।
এর আগে বিভিন্ন সরকারের আমলে সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হয়। দুর্নীতির দায়ে তাঁদের অনেকের সাজাও হয়। তবে ফাঁসির দণ্ড এটাই প্রথম।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদ চারদলীয় জোট সরকারের আমলে সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ওই সরকারের আমলে একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলারও আসামি তিনি। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার অভিযোগ রয়েছে সাবেক এই নেতার বিরুদ্ধে। এ-সংক্রান্ত হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলা এখন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন।
দেশের বিশিষ্ট আইনজীবী, সংবিধানবিশেষজ্ঞ ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ কালের কণ্ঠকে বলেন, 'আমার জানা মতে সাবেক কোনো মন্ত্রীর কোনো মামলার রায়ে এই প্রথম ফাঁসির আদেশ হলো।' তিনি বলেন, দেশে এ ধরনের ঘটনার কোনো নজির নেই। অপরাধ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে শাস্তি দিয়েছেন।

No comments

Powered by Blogger.