ড্রোন হামলায় আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আরব উপদ্বীপের আল-কায়েদার (একিউএপি) দ্বিতীয় শীর্ষনেতা নিহত হয়েছেন। তাঁর নাম সাইদ আল সেহরি। তিনি সৌদি আরবের নাগরিক। একিউএপির পক্ষ থেকে গতকাল বুধবার এ খবর নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সেহরিকে গুয়ান্তানামো কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় তাঁকে। ২০০২ সালের জানুয়ারিতে তাঁকে গুয়ানতানামো কারাগারে পাঠানো হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইয়েমেনি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছিল, সেহরি উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে গত বছরের ২৮ নভেম্বর ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর অভিযানে আহত হওয়ার পর মারা যান।
একিউএপির সদস্য ইব্রাহিম আল রুবাইশ এক ভিডিওবার্তায় গতকাল বলেন, 'যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সেহরির শাহাদতবরণে আমরা শোকাহত।' তবে কখন মারা গেছেন তিনি, এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.