মোদির নেতৃত্বে নির্বাচন

ভারতে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) নেতৃত্ব দেবেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে দলের সভাপতি রাজনাথ সিং এ ঘোষণা দেন।
এর মাধ্যমে মোদি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন বলেই মনে করা হচ্ছে।
গোয়ার পানাজিতে অনুষ্ঠিত দুই দিনের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে রাজনাথ গতকাল জানান, মোদিকে আগামী নির্বাচনে কেন্দ্রীয় প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, গোটা দেশ বিজেপির দিকে তাকিয়ে আছে। আমরা আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনে বিজেপি এগিয়ে থাকবে।' মোদির ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে বলেও দাবি করেন রাজনাথ। তবে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বৈঠকে অনুপস্থিত ছিলেন। এর মধ্যে লাল কৃষ্ণ আদভানি অন্যতম। যোগ দেননি উমা ভারতীও। তাঁরা দুজনই অসুস্থতার কারণ দেখিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, মোদির চেয়ে দলে অনেক জ্যেষ্ঠ নেতা আছেন। তাঁদের ডিঙিয়ে মোদির হাতে নেতৃত্ব দেওয়া ব্যাপারটি অনেকেই ভালোভাবে দেখছেন না। এ ছাড়া মোদির শাসনামলে ২০০০ সালে গুজরাটে যে মুসলিমবিদ্বেষী দাঙ্গা হয়েছে, তাতে তাঁর ভূমিকা নিয়েও বিতর্ক আছে।
ভয়াবহ ওই দাঙ্গায় দুই হাজারের মতো মানুষ মারা যায়। তাদের বেশির ভাগই মুসলিম। সূত্র : এএফপি, হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.