শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে কাতারে কারজাই

আফগানিস্তানে শান্তিপ্রক্রিয়ার বিষয়ে কথা বলতে প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল রবিবার কাতার সফরে গেছেন। তালেবানের সঙ্গে শান্তিপ্রক্রিয়া এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।
কারজাইয়ের কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানায়। আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি স্থাপনে গত কয়েক মাস ধরে কাতার সরকার মধ্যস্থতার চেষ্টা করছে।
২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের কথা রয়েছে। শান্তিপূর্ণভাবে ন্যাটোবাহিনীর আফগানিস্তান ত্যাগ এবং পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তালেবানের সঙ্গে শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজটি কারজাই সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। তবে কাতার সফরে কারজাইয়ের তালেবান নেতাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না।
কারজাই সর্বশেষ গত মার্চ মাসে কাতার সফর করেন। সূত্র : এএফপি, বিবিসি।



No comments

Powered by Blogger.