বাজেট ফলো-আলাপ



: বাহ্! ভাইজানের স্বাস্থ্য তো দেখি দিন দিন বাজেটের মতো ফুলে উঠছে! ঘটনা কী?
: ঘটনা কিছু না! স্বাস্থ্যস্ফীতি কোনোভাবেই ঠেকাতে পারছি না।
একদিক দিয়ে ঠেকা দিলে অন্যদিক দিয়ে ফুলে যাচ্ছে!
: বয়স হয়েছে তো! আর কত? পানিভর্তি রাবারের থলে দেখেছেন! ওটাও এই রকম! কোনো দিক দিয়েই আপনি ঠেলে সামলাতে পারবেন না। একদিক দিয়ে ঠেসে ধরবেন তো আরেক দিক দিয়ে ফুস করে বের হয়ে যাবে টিউমারের মতো।

: বাজেটে দেখলাম বিদ্যুতের বাতির দাম কমবে, কিন্তু ফ্যানের দাম বাড়বে! বিষয়টা বুঝলাম না!
: না বোঝার কিছু নেই। সরকার জাতিকে প্রয়োজনে আলোতে ভাসিয়ে দেবে, কিন্তু বাতাসে উড়িয়ে নিয়ে যাবে না!

: পুরাই ফালতু বাজেট। চিপসের দাম বাড়িয়েছে। কোমলপানীয়ের দাম বাড়িয়েছে। এখন আমরা খাব কী?
: পানির ফিল্টারের তো দাম কমিয়েছে। বেশি করে পানি খাবা। পানি খেলে কিডনি ভালো থাকে। আমার তো মনে হয় এটা খুবই স্বাস্থ্যসচেতন বাজেট।

: বাজেট নিয়ে একটি সাধারণ গণিত! বাজেটের দৈর্ঘ্য বিশাল, প্রস্থও বিশাল! কিন্তু উচ্চতা শূন্য! তাহলে বাজেটের আয়তন কত?
: সংখ্যা যত বড়ই হোক, শূন্য দিয়ে গুণ দিলে ফলাফল কিন্তু...!

: ভাই, কালোটাকা জিনিসটা আমার মাথায় ঢোকে না! এত কালোটাকা ছাপায় কে? আপনি কখনো কালোটাকা দেখেছেন?
: না, আমারও দেখার খুব শখ! কালোটাকা আসলে দেখতে কেমন?
: প্রতিবছর বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেয়!
: এবার শুনছি প্লট আর ফ্ল্যাট কিনে কালোটাকা সাদা করা যাবে।
: তার মানে আপনার যদি প্লট কিংবা ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে, তাহলে আগে আপনাকে কালোটাকার ব্যবস্থা করতে হবে!
: দেশটা দিনে দিনে কালোটাকা, কালো বিড়ালে ভরে যাচ্ছে!

: নাহ্, এই বাজেটে কেনার মতো কিছুই রইল না।
: কে বলেছে? জাহাজের দাম কমবে, রিকন্ডিশনড গাড়ির দাম কমবে। আপনি জাহাজ কিনুন, রিকন্ডিশনড গাড়ি কিনুন।
 তাওহিদ মিলটন

No comments

Powered by Blogger.