রোবট সেনা বানাচ্ছে ভারত

ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে মানুষের ব্যবহার কমিয়ে রোবটের ব্যবহার বাড়াতে রোবট সেনা বানানোর কাজ শুরু করেছে ভারত। এসব রোবট মানুষের মতোই শত্রু-মিত্র শনাক্ত করতে পারবে। দেশটির প্রতিরক্ষা গবেষণাবিষয়ক সংস্থা ডিআরডিও এ পদক্ষেপ হাতে নিয়েছে।
ডিআরডিও প্রধান অবিনাশ চন্দর এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট তৈরির প্রকল্প হাতে নিয়েছি। বেশ কয়েকটি গবেষণাগার এ জন্য কাজ শুরু করেছে। ভবিষ্যতে আকাশ ও মাটি- উভয় যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে এসব রোবট সেনা লড়াই করবে। তবে প্রাথমিকভাবে এগুলো সাধারণ সেনাদের সহযোগী হিসেবে কাজ করবে।'
নবনিযুক্ত ডিআরডিও প্রধান বলেন, 'শুরুতে শত্রু শনাক্তে এসব রোবটকে মানুষের সহায়তা নিতে হবে। তবে এক পর্যায়ে রোবটগুলো নিজেই শত্রু-মিত্র চিনতে পারবে।' তিনি বলেন, রোবট সেনা মোতায়েনের ফলে যুদ্ধক্ষেত্রে মানুষের প্রাণহানী কমবে। এ ছাড়া মানুষ সচরাচর যেতে চায় না- এমন জায়গায় ইতিমধ্যে রোবটের ব্যবহার শুরু হয়েছে। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.