বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মালেক বালুচ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পার্টির (এনপি) প্রধান ড. আব্দুল মালেক বালুচ। বেলুচিস্তান পার্লামেন্টে গত শনিবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল রবিবার সন্ধ্যায় তাঁর শপথ নেওয়ার কথা ছিল।
মুখ্যমন্ত্রী পদে মালেক প্রথম দিকে এনপি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির সমন্বিত প্রার্থী ছিলেন। পরবর্তীতে তিনি জামিয়াত উলেমা-ই-ইসলামেরও (জেইউআই-এফ) সমর্থন পান। এর আগে গত সপ্তাহে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করে বালুচকে মুখ্যমন্ত্রীর মনোনয়ন দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পার্লামেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচনে মালেকের বিপরীতে অন্য কোনো দল প্রার্থী দেয়নি। ফলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল সন্ধ্যায় গভর্নর হাউসে তাঁর শপথ গ্রহণের কথা ছিল। তাঁকে মনোনয়ন দেওয়ায় তিনি সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান। তিনি সবাইকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.