মম by শেখ আতাউর রহমান

মম, তোমার আছে অনেক কাজ
তা তো আমি জানি
মুরগিছানা বিড়ালবাচ্চা কবুতরের ঝাঁক


আর তিনটে কাক
কাজ যে কত আছে তোমার মানি
জানি জানি জানি।

তার ওপর সাতসকালে
ঘুমকাতুরে চোখের জলে
সূর্য যখন মেঘের কোলে
সালমার মা-র হাতটি ধরে ইস্কুলেতে যাওয়া
হয় না নাওয়া-খাওয়া
অ আ ক খ এ বি সি ডি কত্ত ছবি আঁকো
বাসায় এসে তড়িঘড়ি বন্ধুদেরই ডাকো
তারপরেতে বিশাল ছাদে এক্কাদোক্কা খেলা
এভাবে কাটল সারা বেলা
সন্ধ্যে বেলায় ডোরেমন
তারাই তোমার ভাই ও বোন
এ তো আমি জানি
কিন্তু এবার শোনো অভিমানী
শত কাজের মধ্যে যেন এ কথাটি সত্যি মেনো
ষোলো কোটির দুঃখী দেশের
একটু ভাবনা ভেবো
বলো, বড় হয়ে এ দেশটারে
অনেক অনেক ভালোবাসা দেব
এবং বলি অবশেষ
তোমার দিকে তাকিয়ে আছে দুঃখী বাংলাদেশ।

No comments

Powered by Blogger.