মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- রমনি-রায়ান জুটিই পারে জনগণের স্বপ্ন বাঁচাতে!

রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য অপেক্ষাকৃত তরুণ ও রক্ষণশীল নেতা পল রায়ানের নাম ঘোষণার পর নির্বাচনী প্রচার আরও জমে উঠেছে। রায়ানের নাম ঘোষণায় যেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক—দুই দলই ভিন্ন কারণে খুশি


আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে পল রায়ানের নাম ঘোষণার পর তাঁকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি। প্রচারণায় রমনি ও রায়ান দাবি করেন, তাঁরাই সেই জুটি, যাঁরা ‘মার্কিন জনগণের স্বপ্ন বাঁচাতে পারেন।’
নির্বাচনী প্রচারণা চালাতে রমনি গত শনিবার চার দিনের বাস সফরে বের হন। শুরুতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে রানিং মেট হিসেবে রায়ানের নাম ঘোষণা করেন তিনি। গতকাল তাঁরা দুজন নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রচারণা চালানোর কথা। এরপর তাঁরা ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালাবেন।
রানিং মেট রায়ানের প্রশংসা করে রমনি বলেন, ‘পল রায়ান আমাদের দলের মেধাবী নেতা। এ জন্য তিনি শুধু রিপাবলিকান পার্টির নেতাদের কাছে নন, ডেমোক্রেটিক পার্টির নেতাদের কাছেও সম্মান পান।’ ভার্জিনিয়ায় প্রচারণা চালাতে গিয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেন রমনি ও রায়ান। তাঁরা ওবামাকে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের হত্যাকারী বলে আখ্যা দেন। ওবামার সমালোচনা করে রায়ান বলেন, বেকারত্বের হার বৃদ্ধি, আয় কমে যাওয়া, ঋণ বৃদ্ধি—এগুলো স্বাভাবিক ব্যাপার নয়। ওবামার ভুল নীতি ও কৌশলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রায়ান বলেন, ‘আমরা প্রতিটি জনগণের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই।’ এএফপি।

No comments

Powered by Blogger.