সত্যিকারের সবজান্তা-বিবিধ

 অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় একক কাঠামো, যার মধ্যে প্রাণিসত্তা আছে। এটি মহাশূন্য থেকেও পরিষ্কার দেখা যায়।  তিন বছর বয়স পর্যন্ত শিশুরা নিজেদের নিয়ে কোনো স্বপ্ন দেখে না। একটি শিশুর স্বপ্নের দৈর্ঘ্য প্রাপ্তবয়স্ক একজন লোকের স্বপ্নের দৈর্ঘ্যের চেয়ে ছোট।


 এক জরিপে ১২ শতাংশ লোক বলেছে, তাদের দেখা স্বপ্ন ‘সাদা-কালো’।
 আমরা স্বপ্নে তাদেরই দেখি, যাদের আমরা চিনি। অনেক সময় স্বপ্নে অচেনা কাউকে দেখলেও সে আসলে অনেক আগে দেখা আপনার ভুলে যাওয়া কোনো ব্যক্তি।
 দুর্ঘটনা থেকে রক্ষার জন্য গাড়িতে যে এয়ার ব্যাগ থাকে, সেটি দুর্ঘটনা ঘটার ৪০ মিলি সেকেন্ডের মধ্যে ফুলে ওঠে।
 বৃষ্টির পানি কিংবা তুষার মোছার জন্য মোটরগাড়িতে ব্যবহূত ওয়াইপারের আবিষ্কারক মেরি এন্ডারসন।
 বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে সবচেয়ে বেশি আম্পায়ারিংয়ের রেকর্ড ইংল্যান্ডের ডেভিড শেফার্ডের।
ওয়েবসাইট অবলম্বনে
সামসুল আলম

No comments

Powered by Blogger.