প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অধিবেশন ২৪ ডিসেম্বর

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জাতীয় কমিটির এক বিশেষ অধিবেশন গতকাল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পল্টনে অবস্থিত মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে নুরুজ্জামান আনসারী ও পরে নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য দেন_মোহাম্মদ ফিরোজউদ্দিন, কাজী আ কা ফজলুল হক, মহিবউদ্দিন চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান, মনোয়ারা বেগম, আ. ম. বাবুর, সাহিনুর আল আমিন, আনোয়ারুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা, জুলফিকার আলী প্রমুখ।
সভায় জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ও বর্তমান নিয়োগ পদ্ধতি পরিবর্তন করে সহকারী শিক্ষক পদকে শিক্ষকতা পেশা শুরুর পদ ধরা, সহকারী প্রধান শিক্ষকের সৃষ্টপদ কার্যকর করাসহ প্রধান শিক্ষকদের গেজেটেড মর্যাদা দিয়ে মহাপরিচালক পর্যন্ত পদোন্নতির দাবি জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মতে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যকরী সংসদ গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.