যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে'

ন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার সকালে সফররত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
এ সময় গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থাকে জোরদার করতে সরকারের অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, সীমিত
সম্পদের মধ্যেও তাঁর সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় নেওয়া হয়েছে নদীব্যবস্থাপনাসহ নাব্যতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ।
দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জবাবে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন রুশনারা।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি কর্মকর্তারা
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবাসনসহ তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা সাউথ সাউথ পুরস্কারপ্রাপ্তি এবং জাতিসংঘে 'শান্তির মডেল' উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
জবাবে শেখ হাসিনা জানান, তাঁর সবই বাংলাদেশের জনগণের। তিনি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমস্যাগুলোর বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বই দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আলী আকবরের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে।

No comments

Powered by Blogger.