লিবিয়ায় নতুন মন্ত্রিসভা গঠিত

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) নেতারা নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। দেশ নিরাপদ হওয়ার পরই নতুন মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন।
এনটিসি-প্রধান মুস্তফা আবদুল-জলিল এবং লিবিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিল যৌথভাবে গত সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন। তবে নতুন সরকার গঠন নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অন্তর্বিরোধ চলার পর গঠিত এই নতুন মন্ত্রিসভায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। তাই মন্ত্রিসভা গঠনে এই দীর্ঘসূত্রতার ব্যাপারে প্রশ্ন তুলেছেন লিবিয়ানরা।
রাশিয়ার পিটাসবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মাহমুদ জিব্রিল প্রধানমন্ত্রী পদে আসীন থাকার পাশাপাশি নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও নিয়েছেন। ফলে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আলী আল-ইসাবিকে বিদায় নিতে হয়েছে। আর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ আলী আল তারহোনি তেলমন্ত্রী পদে থাকবেন।

No comments

Powered by Blogger.