সিয়াওবোকে কারাগারের বাইরে যাওয়ার অনুমতি

শান্তিতে নোবেলজয়ী চীনের ভিন্নমতাবলম্বী লিউ সিয়াওবো গত মাসে কিছুক্ষণের জন্য কারাগার থেকে বেরোনোর অনুমতি পেয়েছিলেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে কর্তৃপক্ষ তাঁকে এই অনুমতি দেয়। গতকাল মঙ্গলবার সিয়াওবোর ছোট ভাই এ তথ্য জানান।
চীনের ঐতিহ্য অনুযায়ী, সে দেশের কোনো ব্যক্তির মৃত্যুর সপ্তম দিনে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। সিয়াওবোর ছোই ভাই লিউ জিয়াওজুয়ান এএফপিকে বলেন, এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে তাঁর বড় ভাই ১৮ সেপ্টেম্বর কারাগার থেকে বাড়ি আসেন।
সিয়াওবো ওই দিন কতক্ষণ নিজ বাড়িতে অবস্থান করেছিলেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তাঁর ভাই। তবে তিনি বলেন, গত সপ্তাহে কারাগারে গিয়ে তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। এর আগে আগস্টে সিয়াওবোর স্ত্রী লিউ জিয়া তাঁর সঙ্গে কারাগারে সাক্ষাতের সুযোগ পান। সিয়াওবো গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান। তাঁর পুরস্কার পাওয়ার ঘোষণার পর গত বছরের অক্টোবর থেকে তাঁর স্ত্রীকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.