আন্তর্জাতিক সমর্থন আদায়ে অহিংস আন্দোলন

জাতিসংঘের সদস্যপদের দাবিতে কঠিন বিরোধিতার মুখে পড়তে হয়েছে ফিলিস্তিনকে। তবে ফিলিস্তিনের কর্মকর্তাদের আশা, কঠোর অহিংস প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদের দাবির প্রতি সমর্থন আদায় করা যাবে। খবর এএফপির।
রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে সদস্যপদের জন্য গত সেপ্টেম্বরে জাতিসংঘে ঐতিহাসিক আবেদন করে ফিলিস্তিন। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তাঁর দলের নেতারা বারবার অহিংস আন্দোলনের ওপর জোর দিচ্ছেন।
ফিলিস্তিনের মধ্যস্থতাকারী নাবিল শাথ গত শনিবার বলেন, ‘অহিংস আন্দোলন নিয়ে আমাদের প্রতিশ্রুতির ব্যাপারে ভুল-বোঝাবুঝির অবকাশ নেই। আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ও নিরাপত্তা নীতিও এটিকে সমর্থন করে। পশ্চিম তীরের সর্বত্র প্রতিবাদ সত্ত্বেও সহিংসতার একটি ঘটনাও ঘটেনি।’
পশ্চিম তীরের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে সহিংসতার চেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি বেশির ভাগ জনমত গড়ে উঠছে।
নাবিল শাথ বলেন, আব্বাস সব সময় শান্তিপূর্ণ গণবিক্ষোভ ও সংগ্রামের কথা বলেন, যা হবে পুরোপুরি অহিংস। সহিংসতা হতে পারে—এমন এলাকা থেকে তিনি দূরে থাকতে বলেন।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত সপ্তাহে বলেন, আরব জাগরণ প্রমাণ করেছে, গণপ্রতিরোধই অধিকার আদায়ের সবচেয়ে কার্যকর উপায়।

No comments

Powered by Blogger.