খতনার পক্ষে গভর্নর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রানসিসকো শহরে খতনা নিষিদ্ধ করার একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। গত রোববার ওই অঙ্গরাজ্যের গভর্নর জেরি ব্রাউন আইনসভায় পাস হওয়া এমন এক বিলে স্বাক্ষর করেন, যা খতনার ব্যাপারে হস্তক্ষেপে বাধা দেবে। ধর্মীয় সংগঠনগুলো গভর্নরের এ সিদ্ধান্তের প্রশংসা করেছে।
পুরুষের খতনার বিপক্ষে অবস্থান নিয়েছে সানফ্রানসিসকো শহরের একটি পক্ষ। ১৮ বছরের কম বয়সী কেউ যাতে খতনা করাতে না পারে, সে জন্য আগামী নভেম্বর মাসে ভোটাভুটির আয়োজনের জন্যও তারা ব্যাপক প্রচার শুরু করে। তাদের যুক্তি, খতনা যন্ত্রণাদায়ক, অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ। খতনা করা হলে জরিমানা ও শাস্তির বিধান চায় তারা।
জেরি ব্রাউন ওই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থা নেন। সানফ্রানসিসকোর প্রশাসন যাতে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করতে না পারে, সে জন্য অঙ্গরাজ্যের আইনসভায় পাস হওয়া একটি বিলেও স্বাক্ষর করেন তিনি। এর মাধ্যমে খতনা নিষিদ্ধ করার উদ্যোগ আপাতত বন্ধ করা হলো।

No comments

Powered by Blogger.