আফগানিস্তানে তালেবান হামলায় ৫০ মার্কিন সেনা আহত

আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে গত শনিবার ন্যাটোর একটি চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ৮৯ জন আহত হয়েছে। এর মধ্যে ৫০ জনই মার্কিন সেনা। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। গতকাল রোববার মার্কিন সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএসএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ারদাকের সায়েদ আবাদ এলাকায় ন্যাটোর যোদ্ধাদের একটি চৌকির প্রবেশপথে বিস্ফোরণটি ঘটানো হয়। একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে চালিয়ে চৌকির প্রবেশপথের কাছে এনে বিস্ফোরণটি ঘটায়।
মার্কিন সেনা মুখপাত্র মেজর ডেভিড ইস্টবার্ন জানান, হামলায় ৫০ জন মার্কিন সেনা ও ১৫ জন আফগান আহত হয়েছে। বাকিদের পরিচয় জানা যায়নি।
এদিকে তালেবান তাদের ইন্টারনেট সাইটে হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। টুইন টাওয়ার হামলার দশম বার্ষিকী উদ্যাপন করতেই তারা এ হামলা চালায় বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অফুরন্ত শক্তি রয়েছে আফগান জনগণের। তারা মার্কিনিদের ইতিহাসের আস্তাকুঁড়ে অবশ্যই ছুড়ে ফেলবে।
তালেবান নিজেদের ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ পরিচয়টি ব্যবহার করে বিবৃতিটি দেয়।

No comments

Powered by Blogger.