টানাপোড়েন অবসানে রাশিয়ায় যাচ্ছেন ডেভিড ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামীকাল রোববার রাশিয়া সফরে যাচ্ছেন। ২০০৬ সালে লন্ডনে রুশ গোয়েন্দা সংস্থা গোয়েন্দা কেজিবির সাবেক এজেন্ট আলেকসান্দর লিতভিনেনকোর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এরপর এটাই কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর।
লিতভিনেনকো রাশিয়ার ত ৎ কালীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। দীর্ঘ দিন তিনি সপরিবারে লন্ডনে বাস করছিলেন। ২০০৬ সালের ১ নভেম্বর তিনি হঠা ৎ অসুস্থ হয়ে পড়েন এবং ২৩ নভেম্বর মারা যান।
তদন্ত শেষে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং তাঁকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গোয়েন্দা কর্মকর্তাদের কাছে প্রধান সন্দেহভাজন বলে চিহ্নিত রুশ নাগরিক আন্দ্রে লুগোভয়কে হস্তান্তরের দাবি জানায় যুক্তরাজ্য। তিনি রুশ পার্লামেন্টের নির্বাচিত একজন সাংসদ এবং তাঁকে হস্তান্তরের অস্বীকৃতি জানায় রাশিয়া। লুগোভয় নিজেও ওই ঘটনার দায় অস্বীকার করেন।

No comments

Powered by Blogger.