উশুর ভ্রমণ পরিকল্পনা

খেলার ফল যা-ই হোক দল বেঁধে বিদেশ ভ্রমণে যাওয়ার সংস্কৃতি থেকে বিচ্যুত নয় বাংলাদেশ। তেমনি এক বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুত হচ্ছে উশু অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। দলের বহরে খেলোয়াড়ের চেয়ে কর্মকর্তাই বেশি।
আগামী ৬-১৫ অক্টোবর তুরস্কের আঙ্কারায় হবে ১১তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় খেলতে তুরস্ক যাচ্ছেন এসএ গেমসে সোনাজয়ী খেলোয়াড় মেজবাহউদ্দিন ও জাতীয় চ্যাম্পিয়ন মোতাহার হোসেন। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এস এম শহীদুল হক ভূঁইয়া, কোচ খোদ সাধারণ সম্পাদক আবদুল মতিন আজাদ। পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গী হচ্ছেন মহানগর উশু অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম খান।
সাধারণ সম্পাদক আবদুল মতিন আজাদ জানান, ‘এমন একটা টুর্নামেন্টে যাব, কিন্তু সরকারি-বেসরকারি কোনো আর্থিক সহযোগিতা এখনো পাচ্ছি না। তাই বুঝতে পারছি না আদৌ যাওয়া হবে কি না।’ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী এফ আর সিদ্দিকী নেপাল সফরে রয়েছেন। সেখান থেকে ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.