যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও জাতিসংঘের সদস্যপদ চাইবেন আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আর্থিক সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করবে ফিলিস্তিন। গতকাল রোববার জর্ডানের সরকারি মালিকানাধীন সংবাদপত্র আল রাইয়ে প্রকাশিত এক সাক্ষা ৎ কারে তিনি এ কথা বলেন।
আব্বাস বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করব। যুক্তরাষ্ট্রের ৪৭ কোটি মার্কিন ডলারের সহায়তা বন্ধের হুমকিসহ অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও এটা করা হবে।’ আব্বাস আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এ ক্ষেত্রে ভেটোও দেয়, তাও আমরা পিছপা হব না। যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতেও আমাদের মতপার্থক্য ছিল। যাই হোক, আমরা একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেব।’
আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন মাহমুদ আব্বাস। এই অধিবেশনেই জাতিসংঘের সদস্যপদ চাইবে ফিলিস্তিন। তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ঘোষণা দিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার কোনো প্রস্তাব এলে ভেটো দেবে ওয়াশিংটন। তারা বলেছে, কেবল আলোচনার ভিত্তিতেই ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে।

No comments

Powered by Blogger.