সেনা সরাতে রাজি দুই সুদান

সুদান ও দক্ষিণ সুদান চলতি মাসেই বিতর্কিত শহর আবিয়েই থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। গতকাল শুক্রবার জাতিসংঘ এ কথা জানায়।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান এডমন্ড মুলেট বলেন, আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আলোচনার মাধ্যমে এ চুক্তি হয়। উভয় দেশ আবিয়েইকে নিজের বলে দাবি করে থাকে।
মুলেট গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সুদান ও দক্ষিণ সুদান সম্মত হয়েছে যে ১১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনাদের পুনর্বিন্যাস বা প্রত্যাহার করা হবে।
গোলযোগপূর্ণ দারফুর অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে ১৩ সুদানি পুলিশ নিহত ও ৩৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার কর্মকর্তারা এ কথা জানান।
পুলিশের একজন মুখপাত্র বলেন, বৃহস্পতিবার রাতে দক্ষিণ দারফুরের জেবেল মারায় ১৩ পুলিশ নিহত ও ৩৩ জন আহত হয়।

No comments

Powered by Blogger.