সেরেনাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুর

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর কোর্টে ফিরে বেশ দাপটের সঙ্গেই ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে ছিলেন সাবেক এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। কিন্তু শেষ পর্যন্ত সামান্থা স্টোসুরের কাছে হেরে শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি তিনবারের ইউএস শিরোপা-জয়ী এই আমেরিকান টেনিস তারকার। সেরেনাকে খুব সহজেই ৬-২, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন স্টোসুর।
গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল পর্যন্ত গেলেও শিরোপাটা জেতা হয়নি স্টোসুরের। কিন্তু এবার দ্বিতীয়বারের মতো কোনো গ্রান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেই শিরোপার দেখা পেয়েছেন এই অস্ট্রেলীয় তারকা। ১৯৮০ সালে ইভোনে গোলাগোঙ্গের পরে মেয়েদের এককে এবারই প্রথম কোন অস্ট্রেলীয় হিসেবে গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতলেন স্টোসুর। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের অন্যতম সেরা দিন। ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম শিরোপাটা জিততে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। যখন থেকে টেনিস খেলা শুরু করেছি, তখন থেকেই এ শিরোপা জেতাটা আমার কাছে একটা স্বপ্ন ছিল।’

No comments

Powered by Blogger.