ম্যাথিয়াসের ওজিল বন্দনা

কয়েক দিন আগেই মেসুত ওজিলকে এ সময়ের সেরা জার্মান ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছিলেন তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এবার শুধু জার্মানিরই নয়, কয়েক বছরের মধ্যে ওজিল এ সময়ের সেরা ফুটবলারের জায়গাটাই দখল করবেন বলে মনে করছেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিয়াস।
১৯৯১ সালে শেষ জার্মান ফুটবলার হিসেবে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ম্যাথিয়াস। এরপর আর একবারও জার্মানিতে যায়নি এ পুরস্কারটি। তবে তাঁর পরে ওজিলই যে এ পুরস্কার জেতার সবচেয়ে বড় দাবিদার, সেটা মনে-প্রাণেই বিশ্বাস করেন ম্যাথিয়াস। তিনি বলেছেন, ‘ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার মতো সব বৈশিষ্ট্যই ওজিলের আছে। আর কয়েক মৌসুমের মধ্যেই সে এটা জিতে নিতে পারবে।’
২০১০ সালের বিশ্বকাপেই নিজের সক্ষমতার প্রমাণ বেশ দিয়েছিলেন মেসুত ওজিল। বিশ্বকাপে জার্মানিকে সেমিফাইনালে তুলে নিয়ে যাওয়ার পেছনে এ ‘তরুণ-তুর্কি’র অবদান ভুলে যাওয়ার মতো নয়। আর বিশ্বকাপের পরপর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছেন রিয়াল সমর্থকদের আস্থা। এবারের মৌসুম শুরুর আগে ক্লাবের সম্মানসূচক ১০ নম্বর জার্সিটিও তুলে দেওয়া হয়েছে ওজিলের গায়ে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলতে পারাটা এই জার্মান মিডফিল্ডারের জন্য অনেক সুফল বয়ে আনবে বলেই মনে করেন ম্যাথিয়াস। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের চেয়েও বড় ক্লাব। এখানে খেলার ফলে ফিফার বর্ষসেরা পুরস্কার জেতাটা তার জন্য আরও সহজ হবে।’

No comments

Powered by Blogger.